প্রকাশিত: ১৫/১০/২০১৯ ৭:০৫ পিএম

ইতিবাচক হিসেবে দেখছেন বুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের রাজনৈতিক লেজুড়বৃত্তি থেকে বাইরে এনে উন্নয়নের সংস্কৃতিতে সম্পৃক্ত করার সুপারিশ শিক্ষকদের। আর শিক্ষক রাজনীতি বন্ধের বিষয়টি শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে তা কার্যকর করতে মনিটরিং সেল গঠনেরও দাবি শিক্ষকদের।

আবরার হত্যার পর বুয়েট শিক্ষক সমিতি নিজেরাই ক্যাম্পাসে রাজনীতি না করার ঘোষণা দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণাও ছিল ক্যাম্পাসে ছাত্র-শিক্ষক সব রাজনীতি বন্ধের।
যদিও ছাত্র রাজনীতি নিষিদ্ধের ঘোষনায় নাখোশ অনেকেই। প্রতিবাদও হচ্ছে।

ক্ষমতার দ্বন্দের রাজনীতির সংস্কৃতি থেকে বের হতে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা সমপোযোগী সিদ্ধান্ত বলে মনে করেন বুয়েটের শিক্ষকরা। বুয়েটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ বলেন, ‘রাজনৈতিক প্রভাবযুক্ত ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ে থাকার দরকার নেই। এটা সুস্থ ধারায় যাচ্ছে না।’

শিক্ষক ও ছাত্র রাজনীতি কোন আশার সঞ্চার করতে না পারেনি জানিয়ে বুয়েট অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, ‘আমাদের ছাত্রদের অবশ্যই সংঘবদ্ধ হয়ে উন্নয়ন অনুকূল নানান সংস্কৃতিতে যুক্ত হতে হবে। মানুষের সঙ্গে, সমাজের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। সমাজ বিমুখ হলে তো চলবে না।’

আর গুটি কয়েক শিক্ষকের প্রশ্রয়ে ছাত্রদের যে দুষ্টু রাজনীতির চক্র চলছে তা বন্ধে সরকারের সহযোগিতা চাইলেন বুয়েট অধ্যাপক মোহাম্মদ শামসুল হক। তিনি বলেন, ‘শুধু সিদ্ধান্ত নিয়েই খালাস হলে হবে না, এখানে ধরে রাখার জন্য একটি মনিটরিং সেল হতে হবে। যা একটি কমিটি পরিচালনা করবে। এখানে টেকসই উন্নয়ন করতে হলে সরকারের একটা বড় সহযোগীতা দরকার, উদারতা দরকার।’

নিজেদের অধিকার আদায়ে জাতীয় রাজনীতির লেজুড়বৃত্তি না করে বরং ছাত্র সংসদের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকার আহ্বান শিক্ষকদের।

এদিকে, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বিভিন্ন সংগঠন পুণর্বিবেচনার দাবি জানালেও, সাধারণ শিক্ষার্থীরা সংগঠনভিত্তিক রাজনীতির বিরোধী। উন্নত দেশগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নেই দাবি করে বলেন, সময় এসেছে বিকল্প পথ খোঁজার। বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো দায়িত্বশীল হলে ক্যাম্পাসে দেশ বিরোধী সংগঠনগুলো সুবিধা করতে পারবেনা বলে মত দেন তারা।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য স্বাধীন দেশ প্রতিষ্ঠার প্রস্তাব জামায়াতের

আরাকানের রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠার প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। রোববার রাজধানীর একটি ...

মেজর সিনহা হ’ত্যায় প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল ও ৭ দিনের মধ্যে কার্যকরের দাবি

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ...

আরাকান আর্মির উপস্থিতি ভিডিওতে যেভাবে এসেছে তা সঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির উপস্থিতি ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন ...

কর্তৃপক্ষের একেক দিন একেক মন্তব্যে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পারছে না!

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে নজিরবিহীন লুটপাটে নাজুক অবস্থার সৃষ্টি হয় বেশ কয়েকটি ব্যাংকে। যা তখনকার ...