ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১০/২০২৩ ৮:০২ পিএম

চারদিনের মাথায় আরও কমেছে তেজাবী স্বর্ণের দাম। আজ প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। গত ৩০ সেপ্টেম্বর প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৯৮ হাজার ২১০ টাকা ৪৮ পয়সা।

বুধবার (৪ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটির অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটি এই সিদ্ধান্ত নেয়। দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট (হলমার্ককৃত) স্বর্ণের দাম ধরা হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা। যা আগে ছিল ৯৮ হাজার ২১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯২ হাজার ৬১২ টাকা। যা এতোদিন ছিল ৯৩ হাজার ৭৭৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৭৯ হাজার ৪৩১। যা আগে ছিল ৮০ হাজার ৩৬৪ টাকা।

গত ২৪ আগস্ট স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায়। সে সময়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা নির্ধারণ করে বাজুস

পাঠকের মতামত

শর্তসাপেক্ষে ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন মুন্নী সাহা

সাংবাদিক মুন্নী সাহাকে শর্তসাপেক্ষে ছেড়ে দিয়েছে পুলিশ।গোয়েন্দা শাখায় (ডিবি) নেওয়ার ঘণ্টা খানেক পরে রবিবার ভোররাতে ...