প্রকাশিত: ০৩/০৬/২০১৭ ১০:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

নিউজ ডেস্ক :;
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. হোসেন (৪২)। শুক্রবার রাত ৮টার দিকে ওই এলাকার ক্যাফে ডি সুলতান হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার হোসেন কক্সবাজারের উখিয়া থানার বার্মিজ ক্যাম্পের বাসিন্দা।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আটক হোসেন ওই হোটেলের সামনে বাসের জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদ ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ নামে একজনের কাছ থেকে ইয়াবাগুলো নিয়েছে বলে জানিয়েছে হোসেন। আমরা ইউসুফকে ধরার চেষ্টা করছি।’

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ মহসিন।

পাঠকের মতামত

উখিয়ায় ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৩৯৫ পিস ইয়াবা উদ্ধারসহ দুইজন মাদক ...

মিয়ানমার থেকে ফিরলেন ৮৫ বাংলাদেশি, ফেরত গেলেন ১২৩ বিজিপি-সেনা সদস্য

মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৮৫ বাংলাদেশি। অন্যদিকে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ...

দেশ দখলদারদের হাত থেকে মুক্ত হওয়ায় মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে- শাহ জাহান চৌধুরী

টেকনাফের বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহ জাহান চৌধুরী বলেন, দেশ দখল দারদের ...

অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাফিক জ্যাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্পটে ট্রাফিক জ্যাম ক্রমান্বয়ে বেড়েই চলেছে। সে কারণে দূরপাল্লার যাত্রীদের দূর্দশা এখন ...