উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বরইতলীর বানিয়ারছড়া এলাকায় মিউজিক গাড়ি ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা পেকুয়া চৌমুহনী এলাকার নাছির উদ্দীনের পুত্র মো. কায়সার (২৮) ও পেকুয়ার মেহেরনামা এলাকার মঞ্জুর আলমের পুত্র নজির আলম (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইটবাহী ট্রাকটি পেকুয়া থেকে এবং মিউজিক গাড়িটি লামার ফাইতং থেকে চকরিয়া আসছিল। আসা পথে দ্রুতগামি দু’গাড়ির প্রচন্ড সংঘর্ষ হয়। এতে নিহত হয় ইটবাহী ট্রাকের শ্রমিক কায়সার ও নজির আলম। এছাড়া মিউজিক যাত্রীসহ অন্তত ১৫ জন।
সত্যতা নিশ্চিত করে চকরিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাশিম মজুদার জানান, দু’ঘটনায় দু’জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। তারা রেললাইনে বসে গল্প করছিলেন বলে ...
পাঠকের মতামত