১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...
চকরিয়া প্রতিনিধি::
চকরিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক (৬০) হবে বলে পুলিশ জানায়।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে এসে তিনি মারা যান। উদ্ধার হওয়া অজ্ঞাত লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে কক্সবাজার পৌর কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
পাঠকের মতামত