মিয়ানমারের গুলিবর্ষণ, টেকনাফ সীমান্তে চরম উদ্বেগ
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী মিয়ানমারের এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দে আতঙ্ক ছড়িয়েছে। শনিবার ভোর থেকে ...
চকরিয়া প্রতিনিধি::
চকরিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক (৬০) হবে বলে পুলিশ জানায়।
চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ধারণা করা হচ্ছে হাসপাতালে চিকিৎসা নিতে এসে তিনি মারা যান। উদ্ধার হওয়া অজ্ঞাত লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় পাওয়া না গেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে কক্সবাজার পৌর কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
পাঠকের মতামত