প্রকাশিত: ১৪/০৮/২০১৯ ৫:২৯ পিএম

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া এলাকায় এক গৃহবধূর মৃত্যু নিয়ে নানান কথা চলছে। এ ঘটনায় বিভিন্ন জনে মতামত ব্যক্ত করেছেন ভিন্ন ভাবে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে। বুধবার (১৪ আগস্ট) তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
স্থানীয় এলাকাবাসি সুত্রে জানা গেছে, এ উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়া এলাকার বকূর বড়ুয়ার স্ত্রী সোমবার (নাম জানাতে অপারগ) স্বামীর সাথে অভিমান করে উখিয়া উপজেলার রাজাপালংস্থ বাপের বাড়িতে চলে যায়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে মঙ্গলবার দুপুরে মারা যায়।
কি কারণে এই গৃহবধূর মৃত্যু হয়েছে তা নিয়ে বেশ কয়েকজন গ্রামবাসির সাথে কথা হয়। এক ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক জানায়, দীর্ঘদিন ধরে বকূল বড়ুয়া তার স্ত্রীকে মানষিক ও শারিরিক ভাবে নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে বকুল বড়ুয়াসহ তার পরিবারের সদস্য মিলে তাকে সোমবার শারিরিক ভাবে নির্যাতন করে।
পরে খবর পেয়ে গৃহবধুর বাপের বাড়ির লোকজন এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন গৃহবধূর স্বামীর পরিবার। তাহলে আসল রহস্য কি বের করার দায়িত্ব পুলিশের বলে জানিয়েছেন ঘুমধুমের সচেতন মহল।
ঘুমধুম ফাড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ইমন চৌধুরী বলেন, গৃহবধূটি বাপের বাড়িতে স্ট্রোক করে মারা গেছে বলে স্বামীর পরিবার দাবি করে আসছে। তবে কি কারণে স্ট্রোক করেছে তা এখনো নিশ্চিত করে বলতে পারছিনা। এছাড়াও অন্য কোন কারণে মৃত্যু হয়ে থাকলেও কোন পক্ষ থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যায়নি।

পাঠকের মতামত

কক্সবাজার জেলগেইট, উত্তরণ ও কলাতলী বাইপাস এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য

কক্সবাজার শহরের জেলগেইট এলাকা, উত্তরণ ও বাইপাস সড়ক বর্তমানে ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রতিদিন সন্ধ্যার ...

প্রকাশিত সংবাদ ও অপপ্রচার প্রসঙ্গে মাঈন উদ্দিনের বিবৃতি-প্রতিবাদ ও ব্যাখ্যা

আমি নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন, ঘুমধুম ইউনিয়নের তুমব্রু’র প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য দিল মোহাম্মদ ...

মরিচ্যা- খুনিয়াপালং সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে মরিচ্যা- খুনিয়াপালং সিএনজি চালক ও টমটম শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন। ...

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে ‘কোর্টবাজার দোকান মালিক সমিতি’

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির জাঙ্গালিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত কোর্টবাজারের ব্যবসায়ীদের পরিবারের ...