প্রকাশিত: ০৬/০৮/২০১৯ ৭:১৪ এএম

নিজস্ব প্রতিবেদক::
ঘুমধুমে শ্রুমিকদের মাঝে কর্মসৃজন প্রকল্পের চেক বিতরণ করা হয়েছে।

৫ অাগস্ট সোমবার ৩০জন শ্রুমিককে ৪০ দিনের পারিশ্রমিক ৮০০০ টাকা করে মোট ২৪০০০০টাকার চেক বিতরণ করা হয়। কর্মসৃজন প্রকল্পের প্রত্যেক কর্মী কৃষি ব্যাংক উখিয়া শাখার নিজ নিজ একাউন্ট থেকে টাকা উত্তোলন করে বলে জানা যায়। কর্মসৃজন প্রকল্পের শ্রুমিকেরা তাদের প্রাপ্য টাকা থেকে প্রতি মাসে তাদের নিজ নিজ ব্যাংক হিসেবে ১০০০টাকা করে জমা রাখে যাতে ভবিষ্যতে টাকাগুলো কাজে অাসে।

এদিকে কর্মসৃজন প্রকল্পে কর্মরত শ্রুমিক নুর মোহাম্মদ বলেন অামরা দীর্ঘ ৪০দিন কাজের বিনিময়ে ঈদকে সামনে রেখে অামাদের পাওনা বুঝে পেয়ে সন্তুষ্ট হয়েছি।
৬/৭ নং ওয়ার্ডের কর্মসৃজন প্রকল্পের সভাপতি মহিলা মেম্বার খালেদা বেগম বলেন কচুবনিয়া বাদল বড়ুয়ার বাড়ি হতে বিদর্শন বাড়ি পর্যন্ত সংস্কার কাজের বিনিময়ে তাদের প্রাপ্য অর্থের চেক বুঝে নিয়েছে। অাশা করি সরকারের কর্মসৃজন প্রকল্পটি চলমান থাকবে।

পাঠকের মতামত

অবৈধ হোটেল নির্মাণের দায়ে বদিসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিসহ সেন্টমার্টিনের ১৯ হোটেল মালিকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা ...