প্রকাশিত: ০৬/০৭/২০১৬ ৭:১৮ পিএম

13618178_786286074841953_1525860257_nঅাজিজুল হক,ঘুমধুম(নাইক্ষ্যংছড়ি)সংবাদদাতাঃ

গত কয়েকদিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলে ঘুমধুম ইউনিয়নের তুমব্রুর কোনার পাড়া প্লাবিত হয়ে প্রায় অর্ধশত পরিবার ঝুঁকিতে বসবাস করছে। নাফনদী থেকে জুয়ারের পানি প্রবেশ করার ফলে অবস্থা অারো ভয়াবহ রুপ নিচ্ছে।এদিকে সকাল থেকে সাগরে অমাবস্যা তিথির প্রবল জোয়ার হওয়ায় বন্যার পানি নামতে পারছেনা। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চরম দুর্ভোগ পোহালেও কেউ ঘরবাড়ি ছেড়ে অাসছেনা। নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সররাহ করতে সমস্যা হচ্ছে । বন্দি হয়ে পড়া বৃদ্ধ,শিশু সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিরাপদে অাশ্রয় কেন্দ্রে অাশ্রয় গ্রহন করার জন্য মাইকিং,প্রচার-প্রচারনা ও উদ্ধার কাজে সহযোগিতা প্রদান করছে গ্রাউস(গ্রাম উন্নয়ন সংগঠন)সিফরডির ইউনিয়ন সমন্বয়কারী জমির উদ্দিন ও পিসিএমসি’র সদস্যগন। এক প্রতিক্রিয়ায় গ্রাউসের ইউনিয়ন সমন্বয়কারী জমির উদ্দিন বলেন মহিলা শিশু বিষয়ক ও তথ্য মন্ত্রণালয়ের অধিনে এবং ইউনিসেফের অর্থায়নে গ্রাউস(সিফরডি)বিভিন্ন সমাজসেবা,সচেতনা ও উন্নয়ন মুলক কর্মকান্ড বাস্তবায়ন করছে।

পাঠকের মতামত

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সঠিক তথ্যসেবার বিকল্প নেই

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাংবাদিকরা তথ্যসেবার মাধ্যমে রাখতে পারেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে ...

উখিয়ায় রেস্টুরেন্টের স্ক্রিনে নি’ষি’দ্ধ ‘ছা’ত্রলী’গের ফেরার বার্তা!

কক্সবাজারের উখিয়ার থাইংখালী এলাকার একটি রেস্টুরেন্টের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’। মঙ্গলবার ...