প্রকাশিত: ০৩/০৫/২০২০ ৮:০১ এএম

সোয়েব সাঈদ ::
রামুতে করোনা পরিস্থিতিতে লকডাউন করা বাড়ি, কর্মহীন ও হতদরিদ্র পরিবারে গভীর রাত পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।

জানা গেছে, করোনা পরিস্থিতি নিয়ে শনিবার (২ মে) সারাদিন কর্মব্যস্ত সময় পার করেন ইউএনও প্রণয় চাকমা। রাতেও তিনি লকডাউন করা বাড়ি, কর্মহীন ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে গভীর রাত পর্যন্ত ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শনিবার রাত ৯ টায় তিনি রামুর পশ্চিম মেরংলোয়া বড়ুয়া পাড়া, রাত ১০ টায় কাউয়ারখোপ ইউনিয়নের দূর্গম এলাকা ফুলনীরচর, রাত ১১ টায় খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় ত্রাণ (ইফতার ও খাদ্য) সামগ্রী বিতরণ করেন।

এসময় রাজারকুল ইউনিয়নের মেম্বার রিটন বড়ুয়া, কাউয়ারখোপ ইউনিয়নের সাবেক মেম্বার মো. কায়েস, শিক্ষক সুমন বড়ুয়া, খুনিয়াপালং ইউনিয়নের মেম্বার আবু তাহের, আবু হানিফ, সাংবাদিক সোয়েব সাঈদ উপস্থিত ছিলেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন থাকার আহবান জানান।

পাঠকের মতামত

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...

প্রেমিক জুটি আটক, গরিবের মেয়ে বলে মেনে নিতে নারাজ ছেলে পক্ষ

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব ...

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...