ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১২/২০২২ ৮:৪৩ এএম , আপডেট: ২৩/১২/২০২২ ৮:৪৬ এএম

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে বহিরাগত সন্ত্রাসীদের গুলিতে চারজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টায় বালুখালী ক্যাম্প-৮ ইস্টের খাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, মো. সালাম (৩২), মো. শফি (৬৩), মো. শরীফ (৫৫) ও মো. নাসের (১০)। তারা সবাই উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে ৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ জানন,’ক্যাম্পে বহিরাগত সন্ত্রাসীর গুলিতে চার রোহিঙ্গা আহত হয়েছে। তাদের উদ্ধার করে উখিয়া হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত অস্ত্রধারীদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

পাঠকের মতামত

কক্সবাজারে মোবাইল সেটের আইএমইআই পরিবর্তন করে বিক্রির অভিযোগে পাঁচজন আটক

বিশেষ সফটওয়্যার দিয়ে মোবাইল সেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) পরিবর্তন করে বিক্রি করার অভিযোগে ...