ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৩/২০২৫ ৪:৩৫ এএম , আপডেট: ১৫/০৩/২০২৫ ৪:৩৮ এএম

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ামত উল্লাহ (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে নিয়ামত উল্লাহর মৃত্যুর কারণ খতিয়ে দেখতে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১৪ মার্চ) রাতে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, জাতিসংঘ মহাসচিব
আন্তোনিও গুতেরেস এবং হাজার হাজার রোহিঙ্গা নাগরিকের অংশগ্রহণে এক ঐতিহাসিক ইফতারের আগে ক্যাম্পে নিয়ামত উল্লাহর মৃত্যু হয়।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের সর্বোচ্চ প্রচেষ্টা থাকা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটে, যা উপস্থিত সবাইকে মর্মাহত করেছে। আমরা মৃত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

ক্যাম্প কর্মকর্তারা জানান, ৪৩ বছর বয়সী নিয়ামত উল্লাহসহ পাঁচজন এই ঘটনায় আহত হন এবং তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিয়ামত উল্লাহকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।

আহত চার রোহিঙ্গা ব্যক্তির মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে গেছেন, আর বাকি দুজনের অবস্থা স্থিতিশীল এবং তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা রমজানের সংহতি ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিন প্রায় এক লাখ রোহিঙ্গা নাগরিক জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতার করেন।

পাঠকের মতামত

উখিয়ায় সেনা-পুলিশের অভিযানে শীর্ষ ডাকাত শাহীনের অস্ত্র প্রশিক্ষক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ ডাকাত শাহীন বাহিনীর অস্ত্র প্রশিক্ষক ও গানম্যান ...

উখিয়ায় দুর্ধর্ষ ডাকাতি নিহত ১

কক্সবাজারের উখিয়ার নিদানিয়া নুরের ডেইল গহীন পাহাড়ে ডাকাতদের গুলিতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। এরমধ্যে একজনকে হাসপাতালে ...