প্রকাশিত: ০১/০২/২০১৭ ৬:৪৩ পিএম

প্রেস নিউজ::
উখিয়ার ব্যস্ততম ষ্টেশন কোটবাজার সৈকত রোডে অবস্হিত এন আলম শপিং কমপ্লেক্সে সীরতুন্নবী (সঃ) মাহফিল আগামী কাল। এন আলম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত উক্ত মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্হিত থাকবেন, উক্ত মার্কেটের স্বত্তাধিকারী ইমরান আলম শুভ, এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন এন আলম শপিং কমপ্লেক মসজিদের পেশ ইমাম মাওঃক্বারী আব্দুর গনি, এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করবেন রুমখাঁ পালং আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ছালেহ আহমদ। উক্ত মহফিলে প্রধান বক্তার তাগরিব পেশ করবেন আলহাজ্ব হযরত মাওঃ জামাল উদ্দিন গাজী, বিশেষ বক্তা হিসেবে তাগরিব পেশ করবেন রাজা পালং এম ইউ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মাওঃ আব্দুল হক, ও সিনিয়র আরবী প্রভাষক মাওঃ আবুল ফজল, মাওঃ নুরুল হক সহ বহু ওলামায়েকারাম মহফিলে আলোচনা করবেন এতে সকলকে দ্বীনি দাওয়াত দিয়েছে এন আলম শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির সদস্য বৃন্দ

পাঠকের মতামত

রোহিঙ্গাদের ভোটার কাজে সম্পৃক্ততা থাকলে বিএনপি থেকে বহিষ্কার :সরওয়ার জাহান চৌধুরী

উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গাদের ভোটার কাজে সম্পৃক্ততা থাকলে দল থেকে ...

বদি ভেতরে ইয়াবা ‘বাইরে’

কক্সবাজারে (টেকনাফ-উখিয়া) আওয়ামী লীগের সাবেক এমপি আবদুর রহমান বদি সরকারি তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক। কথিত ...