প্রকাশিত: ১২/০৭/২০১৭ ৮:১৭ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৩ পিএম

মীর আলী: কাপড় পরেও উলঙ্গ নারীদের জন্য দুঃসংবাদ। ‘কাপড় পরেও উলঙ্গ’ মহিলা কারা?মহানবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দুই প্রকার জাহান্নামী মানুষ আসবে,যাদেরকে আমি আমার যুগে দেখতে পাচ্ছিনা। এক প্রকার হচ্ছে, ঐ সকল মহিলা যারা ‘কাপড় পরিধান করেও উলঙ্গ’ থাকবে। তারা সাজ-সজ্জা করে পর পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট থাকবে। তাদের মাথার খোপা (সাজ সজ্জা ও ফ্যাশানের দরুণ) উটের কুঁজের মত এদিক ওদিক হেলানো থাকবে।তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধিটুকুও পাবে না। অথচ, জান্নাতের সুগন্ধি পাঁচশ বছর রাস্তার দূরত্ব থেকেও অনুভব করা যাবে।’ সহীহ মুসলিমঃ ২১২৮।

শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদীসের ব্যাখ্যায় বলেছেন,‘কাপড় পরেও উলঙ্গ হচ্ছে সেই সমস্ত নারী, যারা এতো পাতলা কাপড় পরিধান করে যে,কাপড়ের মধ্য দিয়ে তাদের গায়ের চামড়া দেখা যায়,অথবা এমন টাইট পোশাক পরে যে,যার কারণে তাদের শরীরের আকৃতি বোঝা যায়।’ মাজমু’ ফাতাওয়াঃ ১৪৬/২২।

পাঠকের মতামত

মিয়ানমারে অস্ত্র ফেলে বিরোধীদের আলোচনায় বসতে অনুরোধ জান্তার

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ক্ষমতাসীন জান্তার সঙ্গে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির জান্তাবিরোধী বিভিন্ন সশস্ত্র ...

পুলিশের ভয় দেখিয়ে টাকা নেন জালিয়া পালংয়ের গ্রাম পুলিশের সদস্য জাহাঙ্গীর, অতিষ্ঠ এলাকাবাসী

উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের নিদানিয়া এলাকার খুরশিদা বেগম, বেশ কয়েকবছর আগে স্বামী সুপারি গাছ থেকে ...