ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৪/২০২৩ ৮:৩৫ এএম

নুরুল আবছার বিন মতিউর রহমান কাউমী অঙ্গনের একজন মেধাবী ছাত্র। সে কাউমী মাদরাসা সর্বোচ্চ শিক্ষা বোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া’ বোর্ড থেকে দাওরায়ে হাদিস তথা কামীল (মাস্টার্স) পরীক্ষায় সারা বাংলাদেশে ৬ষ্ঠ স্থান লাভ করেছে। একই সময় চট্টগ্রাম বিভাগ ও হাটহাজারী মাদ্রাসায় প্রথম স্থান লাভ করেছে। রমজানের আগে অনুষ্ঠিত এ পরীক্ষায় এক লাখ ৭১ হাজার পরীক্ষার্থীর মধ্যে মেধার স্বাক্ষর রেখে আবছার ৬ষ্ঠ স্থান লাভ করে।

আবছার হাটহাজারী বড় মাদরাসায় দাওরায়ে হাদিসের ক্লাশ করেছে এবং সেখান থেকে দাওরায়ে হাদিস পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ১০০০ নং এর পরীক্ষায় সে ৯২৯ নং পেয়ে ৬ষ্ঠ স্থান লাভ করে। ১০টি বিষয়ের সবটিতেই আবছার উত্তর দিয়েছে আরবিতে।
নরুল আবছার আলিম ক্লাশ থেকে মেধার স্বাক্ষর রেখে আসছে। এর আগে কাউমী মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে কক্সবাজারের খুরুস্কুল ওয়াদূদিয়া তালিমুদ্দিন মাসদরাসা থেকে নুরুল আবছার কাউমী মাদরাসা শিক্ষাবোর্ড ‘আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস’ এর ফাইনাল পরীক্ষায় কামেলাইন বা ফাজিল ক্লাশে সমগ্র বাংলাদেশে তৃতীয় স্থান অধিকার করেছিল। ওই পরীক্ষায় সে ৬০০ নাম্বারের ৫৯০ নাম্বার পেয়ে সমগ্র বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছিল। তারও আগে জামাতে ছাহারুমে বা আলিম ক্লাশেও একই মাদ্রাসা থেকে সে সর্বোচ্চ নম্বর পেয়ে গোটা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছিল।
এই মেধাবী নুরুল আবছার এর পিতা মতিউর রহমান। কক্সবাজার জেলার রামু খুনিয়া পালং দারিয়ার দীঘির কালুর দোকানে তাদের বাড়ি। মা-বাবার পরিবারে নুরুল আবছার ৫ম সন্তান। পরিবারে তার বড় ৪বোন ও তার ছোট এক ভাই রয়েছে।

সে এই ফলাফলের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তার মা-বাবা ও শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়েছে।
মেধাবী নুরুল আবছার মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ইলমে তাফসির, ইলমে হাদিস ও আরবী ভাষার উপর উচ্চতর ডিগ্রী অর্জন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী।

পাঠকের মতামত

পল্লীবিদ্যুৎকে দায়ী করছে বনবিভাগবৈদ্যুতিক ফাঁদে উখিয়ায় বন্যহাতি নিধন

কক্সবাজারের উখিয়ায় আবারো বৈদ্যুতিক ফাঁদে পড়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার রাজাপালং ...

টেকনাফে বাজার সমুহে যানজটমুক্ত করতে উচ্ছেদ অভিযান জোরদারের দাবী

টেকনাফের বিভিন্ন বাজার সমূহে প্রতিনিয়ত যানজটে জনজীবন অতীষ্ট হয়ে পড়েছে সর্বস্তরের মানুষ। যানজটের জন্য ব্যবসায়ীসহ ...

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...