
কক্সবাজার সমুদ্র সৈকতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। সাগর উত্তাল থাকায় সব ধরনের মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলীয় অঞ্চলগুলোতে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আব্দুর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় বায়ুচাপের পার্থক্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর প্রভাবে সোমবার (১৮ অক্টোবর) এবং আগামীকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সেইসঙ্গে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দু’একদিনের মধ্যে এটি স্বাভাবিক হতে শুরু করবে।’
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সতর্ক সংকেত কেটে যেতে দু’একদিন সময় লাগবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।’
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘কক্সবাজার সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত ঘোষণার পর ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক সজাগ রয়েছে যেন পর্যটকরা গভীর পানিতে নেমে গোসল কিংবা ওয়াটার বাইক না চালাতে পারেন। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকার কারণে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। সমুদ্রের উত্তাল অবস্থা কমে গেলে বা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত দর্শনার্থীদের সমুদ্রের পানিতে নামতে দেওয়া হবে না।’
পর্যটকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

পাঠকের মতামত