হাত-পা বাঁধা ব্র্যাক কর্মী উদ্ধার
কুষ্টিয়ার কুমারখালীতে ব্র্যাকের এরিয়া কার্যালয়ের আবাসিক এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক কর্মীকে উদ্ধার করা ...
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা উপসর্গ নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের আইসোলেসন ইউনিটে ভর্তি হওয়া একজন রোগী ভর্তি হওয়ার আধাঘন্টার মধ্যে মারা গেছে। রোগীটি মুমূর্ষু অবস্থায় শুক্রবার ১৭ এপ্রিল বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি হয়েছিলো। রোগীটি করোনা ভাইরাস জীবাণু আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে তার দেহের স্যাম্পল সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছে।
বিষয়টা সদর হাসপাতালের তত্ববধায়ক ও উপ পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন নিশ্চিত করেছেন।
মারা যাওয়া রোগীর আগে থেকেই এ্যাজমা ও ডায়াবেটিস ছিলো বলে তিনি জানান। রামু উপজেলার গর্জনিয়া এলাকার রোগীটির বয়স ৫০ বছর হতে পারে বলে সদর হাসপাতালের তত্ববধায়ক ও উপ পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন জানিয়েছেন।
পাঠকের মতামত