উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩/০৪/২০২৩ ৯:৫৪ পিএম

আগামী ১২ জুন কক্সবাজার পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৩ এপ্রিল) নির্বাচন কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, কক্সবাজার পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে ও প্রত্যাহারের শেষ সময় ২৫ মে।

১২ জুন একই তফসিলে খুলনা ও বরিশাল করপোরেশন ছাড়াও আড়াইকান্দা উপজেলা ও নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

কক্সবাজার পৌরসভার সর্বশেষ ২০১৮ সালের ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুর রহমান মেয়র নির্বাচিত হন। ওই নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম, জামায়াত সমর্থিত নাগরিক কমিটির সরওয়ার কামাল ও জাতীয় পার্টির রুহুল আমিন শিকদার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

পাঠকের মতামত

উখিয়ার পূর্ব দরগাহ বিল দক্ষিণপাড়া ইবতেদায়ী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন

উখিয়ার রাজাপালং ইউনিয়নের পুর্ব দরগা বিল দক্ষিণপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৩০ লাখ টাকা ব্যয়ে নতুন ...