প্রকাশিত: ১২/০২/২০২০ ১২:২৮ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সড়ক পরিবহনে শৃংখলা আনার প্রয়োজনে জেলার বিভিন্ন স্থানে থাকা টমটম (ই-বাইক) এর সকল শোরুম বন্ধ করে সীলগালা করে দেওয়া হবে। আগামী ৩ দিনের মধ্যে এ পদক্ষেপ নেওয়া হবে। টমটম (ই-বাইক) এর শোরুম বন্ধ করে দেওয়ার এই প্রক্রিয়া জেলা সদরে অনেক আগে থেকেই শুরু হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী সকালে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন আরো বলেন, চলমান টমটম (ই-বাইক) গুলো রাখা ও মেরামতের প্রয়োজনে গ্যারেজ ও ওয়ার্কশপ গুলো খোলা রাখা যাবে। তবে গ্যারেজ ও ওয়ার্কশপে কোন নতুন টমটম (ই-বাইক) কোন অবস্থাতেই ক্রয়, বিক্রয়, মজুদ ও বিক্রয়ের জন্য প্রদর্শন করা যাবেনা।

সভায় অন্যান্যের মধ্যে এসপি এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি, এডিশনাল এসপি (এডমিন) মোহাম্মদ ইকবাল হোসাইন, সিভিল সার্জন মাহবুবুর রহমান, মুক্তিযুদ্ধকালীন জয়বাংলা বাহিনীর প্রধান কামাল হোসেন চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি এডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

মানবতার আলো জ্বলে উঠল কক্সবাজারে- তারুণ্যের অভিযাত্রিক পরিবার

ওমর ফারুক (সংবাদদাতা) কক্সবাজারে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন তারুণ্যের অভিযাত্রিক ...

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...