প্রকাশিত: ০৭/০৮/২০১৭ ৩:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৩৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারে জেলা কারাগারে মঞ্জুর আলম প্রকাশ মঞ্জুর শেখ (৫৮) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। রোববার রাত ৯টা ৫০ মিনিটের চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মঞ্জুর শেখ মুন্সিগঞ্জ জেলার সিরাজীখান এলাকার মৃত শেখ বাদশার পুত্র।
কক্সবাজার কারাগারের জেলার শাহাদাত হোসাইন জানান, ইয়াবাসহ আটক হলে ৩০ জুলাই মঞ্জুর শেখকে কক্সবাজারে জেলা কারাগারে আনা হয়। কারাগারে আনার কয়েক ঘণ্টা পরে শরীরে ব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে ওই দিনই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সুস্থবোধ করলে ৫ আগষ্ট হাসপাতাল থেকে রিলিজ পান মঞ্জুর শেখ। রিলিজ হলে তাকে যথারীতি ফের জেলা কারাগারে আনা হয়। কিন্তু ৬ আগষ্ট রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মঞ্জুর শেখের মৃত্যু হয়।
এদিকে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পুলিশী নির্যাতনে হাজতীর মঞ্জুর শেখের মৃত্যু হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...