প্রকাশিত: ১৯/০৩/২০১৭ ৪:১২ পিএম

কনপা নিউজ :

কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও কক্সবাজার অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (কনপা) এর বার্ষিক সভা ও পিকনিক আগামী ২৪ মার্চ ২০১৭ কক্সবাজার দরিয়ানগরে অনুষ্ঠিত হবে । এতে কক্সবাজারের সকল নিউজ পোর্টাল সম্পাদক , প্রকাশক , অনলাইন সাংবাদিক বন্ধুদের অংশগ্রহণ ও রেজিষ্ট্রেশন করার জন্য বিশেষভাবে আহবান জানানো হয়েছে । রেজিষ্ট্রেশন ফি ; ৫০০ (পাঁচ শত ) টাকা । রেজিষ্ট্রেশনের শেষ তারিখ ২১ মার্চ ।
দিন ব্যাপি কর্মসূচীর মধ্যে রয়েছে – ‘ব্রান্ডিং কক্সবাজার ও অনলাইন পত্রিকার ভূমিকা ‘ শীর্ষক আলোচনা সভা , মধ্যাহ্ন ভোজন , খেলাধূলা , রেগুলার আপডেটেড নিউজ পোর্টাল ও কর্মঠ অনলাইন সাংবাদিকদের সম্মাননা ও ক্রেষ্ট প্রদান , সেন্ট মার্টিন ট্যুর রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ , র‌্যাফেল ড্র ও ব্যান্ড শো । এ ছাড়াও অংশগ্রহণকারী সকলকে টি শার্ট ও বিভিন্ন স্মারক প্রদান করা হবে। উল্লেখ্য যে উক্ত অনুষ্ঠানে বনপা ও জাতীয় অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ অংশ গ্রহণ করবে।
রেজিষ্ট্রেশন করতে বিকাশে টাকা পাঠাতে চাইলে – অধ্যাপক আকতার চৌধুরী – মোবাইল – ০১৭১১৩১৫১৭১ (বিকাশ পার্সোনাল) এ পাঠাতে অনুরোধ করেছেন আয়োজক কমিটি ।

যোগাযোগ :
অধ্যাপক আকতার চৌধুরী – মোবাইল – ০১৭১১৩১৫১৭১ (বিকাশ )
সভাপতি
কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব ও কনপা

বিপ্লব কান্তি দে – মোবাইল – ০১৮১৬০০০৬০৬
সাধারণ সম্পাদক
কক্সবাজার অনলাইন প্রেস ক্লাব

সাইফুল ইসলাম সাইফী – মোবাইল – ০১৮১৭০০৭২৯২
সাধারণ সম্পাদক
কনপা

পাঠকের মতামত

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও রিফাত আসমা 

শীত মৌসুমের তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে বিদ্যালয়মুখী উপস্থিতি নিশ্চিত করতে উখিয়া উপজেলার সিকদার ...