ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/১১/২০২৪ ৮:১০ এএম

মহেশখালীতে এক ভয়াবহ ঘটনা ঘটেছে। সাগরে মাছ ধরতে গিয়ে ১০-১২ জন জেলে কুড়িয়ে পাওয়া বোতলকে মদ ভেবে কেমিক্যাল খেয়ে ফেললে একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই দিন আগে মহেশখালীর কয়েকজন জেলে সাগরে বোট নিয়ে মাছ ধরতে যায়। সাগরে কুড়িয়ে পাওয়া একটি বোতলকে মদ ভেবে তারা সবাই মিলে পান করে। কিন্তু পরে জানা যায়, বোতলে মদ নয়, ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছিল। এই ঘটনায় বড় মহেশখালীর কুলাল পাড়ার মীর আহমেদ নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি মহেশখালীর মাদক নির্মূল কমিটির একজন সদস্যও ছিলেন।

এছাড়া আবু সুলতান নামে আরেকজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও কয়েকজন জেলে এই কেমিক্যাল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে হাফিজুল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

হাফিজুল হকের ভাই জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়ার পরও রোগীরা যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে তাদের পরিবারের সদস্যরা চিন্তিত।

পাঠকের মতামত

সাগর-নদে ভয় আরাকান আর্মি

সাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হয় ১১ জুন। পরদিনই কক্সবাজারের টেকনাফ উপজেলার কায়ুকখালী ...

উখিয়ায় সেনা-পুলিশের অভিযানে শীর্ষ ডাকাত শাহীনের অস্ত্র প্রশিক্ষক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শীর্ষ ডাকাত শাহীন বাহিনীর অস্ত্র প্রশিক্ষক ও গানম্যান ...