
কক্সবাজারে বেড়াতে এসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছেন সাইফুল নামের এক পর্যটক। আহত পর্যটকের সব কিছুই ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
ভুক্তভোগী ওই পর্যটক জানান, গত শুক্রবার টাঙ্গাইল থেকে কক্সবাজারে আসেন। রবিবার (১৯ অক্টোবর) বিকালে সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের একটি মার্কেট থেকে জুতা কিনতে যান তিনি।
সেখান থেকে ফেরার পথে একটি সিএনজিতে থাকা কয়েকজন যুবক তাকে ধরে ফেলে।
ছিনতাইকারী যুবকদের মধ্যে একজন তাকে (ভুক্তভোগী পর্যটককে) ডেকে বাড়ি কোথায়সহ নানা ধরনের প্রশ্ন করতে থাকে। একপর্যায়ে সংঘবদ্ধ ওই ছিনতাইকারী চক্রের একজন এসে তাকে পেছন থেকে গলা চেপে ধরে।
এরপর পর্যটকের হাতে থাকা মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করে।
ধস্তাধস্তির একপর্যায়ে তার রানে ছুরিকাঘাত করে। এসময় সাইফুলের হাতে থাকা ফোন নিচে পরে গেলে সেই মোবাইল নিয়ে সঙ্গে থাকা সিএনজি করে পালিয়ে যায় বলে সাইফুল জানান।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় সাইফুলকে রাস্তায় পড়ে থাকতে দেখলে স্থানীয়রা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন।
ইতিমধ্যে ছিনতাইকারী চক্রটিকে গ্রেপ্তারে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে জানিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, এভাবে পর্যটককে ছুরিকাঘাত করে রক্তাক্ত করা মেনে নেওয়া যায় না।
জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

পাঠকের মতামত