প্রতিশ্রুতি নয়, বাস্তব সমাধান চান রোহিঙ্গারা
আগামী ৩০ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ...
কক্সবাজারে সি সাইড ও ফুয়াদ আল খতীব হাসপাতালকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ইতুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন বলেন, ‘কক্সবাজার শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অনিয়মের দায়ে ফুয়াদ আল খতিব হাসপাতালকে ১ লাখ টাকা এবং সি সাইড হাসপাতালকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় কক্সবাজার সিভিল সার্জন অভিযানে সহযোগিতা প্রদান করেন।
পাঠকের মতামত