‘আমলনামা’ টেকনাফের একরামুলের ঘটনা নিয়ে নয়: রাফী
‘আমলনামা’ চলচ্চিত্রের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের সঙ্গে কোনো সম্পর্ক নেই ...
প্রথমবারের মতো জুটি বাঁধলেন নিরব ও মম। ‘ভালোবেসে তোর হবো’ ছবির শ্যুটিং করতে তারা এখন কক্সবাজারে রয়েছেন। এর আগে বান্দরবানে ছবিটির শিরোনাম-গানের তালে নেচেছেন।
নিরব-মম তাদের ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাদেরকে বান্দরবানের পাহাড়ের ওপর দাঁড়িয়ে নাচতে দেখা গেছে। কক্সবাজারেও একটি গানের শ্যুটিং হবে বলে জানা গেছে। দুটি গানের নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন তানজিল।
এমটি মিডিয়া ফিল্মস-এর প্রযোজনায় ‘ভালোবেসে তোর হবো’ ছবিটির দ্বিতীয় দফার কাজ হবে ঈদুল আজহার পর। আগামী ১১ আগস্ট নিরব-মমসহ ছবির গোটা ইউনিটের ঢাকায় ফেরার কথা রয়েছে।
পাঠকের মতামত