প্রকাশিত: ১৮/০৮/২০১৬ ৮:০৪ এএম

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া গ্রামার স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে উত্যক্ত করার দায়ে এক বখাটে যুবককে এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুনানী শেষে এক বছর কারাদন্ডের আদেশ দেওয়ার পর ওই বখাটে যুবককে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

কারাদন্ড দেওয়া বখাটে যুবক মো. কফিল উদ্দিন (২২) চকরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাটাখালী গ্রামের শামশুল আলমের ছেলে।

পুলিশ জানায়, চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডস্থ চকরিয়া গ্রামার স্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল এ বখাটে যুবক। এই অভিযোগ এনে ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করলে অভিযান চালিয়ে গ্রামার স্কুল এলাকা থেকে উত্যক্তকারী ওই বখাটে যুবককে আটক করে পুলিশ।

চকরিয়া থানার এসআই মো. মহিউদ্দিন খান উজ্জ্বল জানান, উত্যক্তের শিকার ছাত্রী ও অভিযোগকারীর উপস্থিতিতে অভিযোগের শুনানী হয়। এ সময় দোষ স্বীকার করায় আদালতের ম্যাজিস্ট্রেট উত্যক্তকারী বখাটে যুবককে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

পাঠকের মতামত

‘প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে’ সরকারি চাকরির আড়ালে ইয়াবা ব্যবসা!

কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে’ সরকারি চাকরির আড়ালে ইয়াবা ব্যবসা মনিরের, ১ লাখ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের নির্দেশনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ...

ইসিএ এলাকা থেকে ৬ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করলেন উখিয়ার এসিল্যান্ড

১৯৯৯ সালে পরিবেশ অধিদপ্তর উখিয়াকেও পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) এলাকা হিসেবে ঘোষণা করে। মেরিন ড্রাইভকে ...