প্রকাশিত: ২০/১১/২০১৬ ২:০৪ পিএম

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার জেলা কারাগারে নজির আহমদ (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। রোববার সকাল ৬টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কারাগারেই তিনি মারা যান।

নজির আহমদ টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাবরাং গ্রামের রশিদ আহমদের ছেলে। তিনি একটি ইয়াবা মামলার বিচারধীন আসামি।

কক্সবাজার জেল সুপার মো. বজলুর রশিদ আকন্দ জানান, নজির দীর্ঘদিন ধরে একটি ইয়াবা মামলায় কক্সবাজার কারাগারে বন্দি ছিলেন। তিনি সুস্থ ছিলেন। কিন্তু রোববার ভোরে হঠাৎ হার্ট এটাকের কারণে তিনি মারা যান। পরে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সাইফুদ্দিন সিরাজী জানান, নজির কে মৃত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়েছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে।

কক্সবাজার সদর থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল করিম জানান, ময়না তদন্ত শেষ হলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলানিউজ

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...