প্রকাশিত: ১৭/০২/২০২০ ৯:২১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজার শহরের বাজারঘাটায় মৌসুমি আবাসিক হোটেল থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে মৌসুমি হোটেলের একটি কক্ষের খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হোটেল রেজিস্টার অনুযায়ী ওই তরুনীর নাম মরিয়ম বেগম (২৯) এবং সে উখিয়া উপজেলার তুতুর বিল এলাকার শামসুল আলমের স্ত্রী।
এদিকে শামসুল আলম স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠলেও সে প্রকৃত স্বামী কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ খায়রুজ্জামান।
তিনি বলেন, আইনজীবী সহকারী পরিচয় দিয়ে শামসুল আলম নামের এক ব্যক্তি গত দুইদিন আগে মরিয়মের স্বামী পরিচয়ে হোটেলটিতে উঠে। রোববার দিবাগত রাত পর্যন্তও কোন-সাড়া শব্দ না পাওয়ায় পুলিশে খবর দেয় হোটেলের লোকজন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হোটেল কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্ত মোঃ খায়রুজ্জামান।

পাঠকের মতামত

মানবতার আলো জ্বলে উঠল কক্সবাজারে- তারুণ্যের অভিযাত্রিক পরিবার

ওমর ফারুক (সংবাদদাতা) কক্সবাজারে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অসহায় মানুষের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন তারুণ্যের অভিযাত্রিক ...

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...