ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৭/২০২৪ ৬:০৪ পিএম

কক্সবাজারের রামুর রশিদনগর এলাকায় রহস্যজনকভাবে খুন হয়েছেন মামুন (৩০) নামে এক যুবক।

রবিবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় রশিদনগরের কাদমরপাড়া-ধলির ছড়ার মাঝামাঝি স্থানে রেললাইনের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মামুন কক্সবাজার সদরের খরুলিয়া ঘাটপাড়া এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানায়, শনিবার সন্ধ্যায় মামুন বাড়ি থেকে বের হয়ে কক্সবাজারের দিকে যায়। রাত ৮টা থেকে তার মোবাইল ফোন বন্ধ থাকে। রাত ১১টায় বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পায়নি।

পরে আজ রবিবার সকালে স্থানীয়রা রেললাইনের পাশে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন।

তিনি বলেন, নিহতের শরীরে বড় কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মামুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

পাঠকের মতামত

অপহরণের পর মুক্তিপণের জন্য বাবাকে শোনানো হচ্ছে নির্যাতনের আর্তনাদ

চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজার আসার পথে অপহৃত তরুণ রিয়াজুল হাসানকে (১৮) ধারাবাহিক নির্যাতন চালানো হচ্ছে। ...

ফেসবুকে শাহজালাল বাবলুর স্ট্যাটাস নিয়ে , ডাঃ রুমির বক্তব্য ও তীব্র প্রতিবাদ

শাহজালাল বাবলুর স্ত্রী শারমিন হিমু কয়েক মাস ধরে স্বনামধন্য গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আরিফা মেহের রুমির ...