প্রকাশিত: ২৩/০৫/২০১৬ ১০:৪৬ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
স্ত্রীর সাথে মনোমালিন্য হওয়ায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছে দিনমজুর স্বামী। আত্মহননকারীর নাম শাহাব উদ্দিন (২৭) গত রবিবার ২২ মে  রাত সাড়ে ৮ টার সময় চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া অঙ্গীকার মাঠ সংলগ্ন এলাকায় ঘটে এ ঘটনা। সে বর্ণিত এলাকার কামাল হোছনের পুত্র ও ১ সন্তানের জনক বলে জানা গেছে। সোমবার সকালে চকরিয়া থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে পাঠিয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, শাহাব উদ্দিনের সাথে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর মনোমালিন্য চলছিল।  এক পর্যায়ে বিষয়টি তার পিতা মাতা জানতে পেরে তাকে গালিগালাজ করেন। এ ঘটনায় শাহাব উদ্দিন পরিবারের লোকজনের অজান্তে রবিবার রাতে কীটনাশক পান করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত চকরিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে লাশ বাড়িতে এনে পুলিশকে খবর দেয়া হয়। চকরিয়া থানা পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেন। একইদিন সন্ধ্যায় তার লাশ খুটাখালীতে নিয়ে এসে দাফন করা হয়েছে। খুটাখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।

পাঠকের মতামত

উখিয়া অনলাইন প্রেসক্লাবের কার্যকরী কমিটির শেষ সভা অনুষ্ঠিত; দায়িত্বে নির্বাচন কমিশন 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের ৩৯তম কার্যকরী কমিটির সভা সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে বর্তমান কমিটির দায়িত্ব শেষ ...

বেপরোয়া আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট, পাচার হচ্ছে কোটি কোটি টাকা

আন্তর্জাতিক হুন্ডিচক্র টেকনাফের গফুর সিন্ডিকেট হুন্ডির মাধ্যমে অবৈধভাবে বিদেশ ও ইয়াবার টাকা পাচার অব্যাহত রেখেছে। ...