প্রকাশিত: ১৮/০১/২০১৭ ১০:২০ পিএম , আপডেট: ১৮/০১/২০১৭ ১০:২০ পিএম

এম.বশিরুল আলম,লামাঃ
আলীকদমে এস.এস.সি পরীক্ষার্থী কিশোরী ধর্ষনের প্রতিবাদে ধর্ষকের ফাঁসির দাবীতে লামায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সচেতন আদিবাসী ছাত্র যুব সমাজ। বুধবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিল শেষে উপজেলা প্রশাসনের সামনে মানব বন্ধন করে ধৃত ধর্ষক মিজানুর রহমান ও সাইফুল ইসলামের ফাঁসি দাবী করেন। সম্প্রতি আলীকদম উপজাতীয় আবাসিক স্কুলের এস.এস.সি পরীক্ষার্থী এক মার্মা কিশোরীকে প্রেমের প্রলভনে ফেলে ধর্ষন এবং তা ভিডিও ধারণ করে ধৃত এ দু’যুবক। জানাজানি হলে আলীকদম থানার পুলিশ অভিযুক্ত দু’জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। মিছিলকারীরা দোষীদের দ্রুত বিচারের আওতায় দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করে বলেন, বিগত দিনে আরো আদিবাসী ও বাঙ্গালী কিশোরীরা দর্ষনের শিকার হয়েছিল। সেসব ধর্ষকরা আইনের ফাঁকগলে অনেকে পার পেয়ে য়ায়। এছাড়া লামা বাজার পাড়ায় নিজ স্ত্রী (শিক্ষিকা)কে হত্যার জগণ্যতম অপরাধ করে তিন মাসের মধ্যে জেল ছাড়া পেয়ে হত্যা মামলার আসামী প্রকশ্যে ঘুরে বেড়াচ্ছে। মধুঝিরিতে দায়ের কুপে পুলিশ বাহিনীর এক সদস্যকে হত্যা করে, হত্যাকারী জামিনে ঘুরছেন লামা উপজেলায়। রুপসীপাড়ার দুই ত্রিপুরা তরুণীকে পালাক্রমে ধর্ষন ও একই পরিবারের নারী-শিশুসহ নৃ-গোষ্ঠির তিন জনকে নির্মমভাবে জবাই করে হত্যার আসামীও জামিন পেয়ে যায়। চাম্পাতলী গ্রামের এক নারী, একইগ্রামের আরেক শিুশুকে ধর্ষণ করে পস্থরাঘাত করে হত্যার বিচার ও পূর্বশীলের তুয়া জোড়া খুন, লাইনঝিরিতে ছাত্রলীগ নেতা নজির হত্যা ও আরেক ছাত্রলীগ নেতা ফারুখ নিখোঁজের হদিস এখনো মিলেনি। এছাড়াও লোম হর্ষক আরো অনেক ঘটনার অপরাধিরা পার পেয়ে যাওয়ায়, এধরণের অপরাধ প্রবনতা হ্নাশ পাচ্ছে না বলে প্রতিবাদকারীরা দাবী করেন। মানব বন্ধনে বক্তব্য দেন, উথইংগ্যা মার্মা, ক্যক্য মার্মা, মংচিং মার্মা, থোয়াই মং মার্মা, বাবু মং প্রমূখ।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...