

এসএসএফ সুবিধা পাবেন শুধুমাত্র খালেদা জিয়া, পরিবারের অন্য সদস্য নয়, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের এমন বক্তব্যে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া সহ উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া টেকনাফ আসনের বিএনপির ধানের শীষ মার্কার মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী।
শনিবার (৬ ডিসেম্বর) উখিয়া উপজেলার কোট বাজার স্টেশনে বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন কালে জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী সাংবাদিকদের বলেন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং কালে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেই শুধু স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ভিভিআইপি প্রটোকলের নিরাপত্তা সুবিধা দেওয়া হয়েছে; পরিবারের অন্য সদস্যের জন্য নয় , এমন বক্তব্য জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের নিরাপত্তা নিয়ে পুরো জাতি উদ্বিগ্ন হয়ে পড়েছে।
কক্সবাজার ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী বলেন, শেখ মুজিবুর রহমানের পুরো পরিবার সহ নাতি নাতনীকে পর্যন্ত এসএসএফ সুবিধা দেওয়া হয়েছিল। কিন্তু জিয়া পরিবারের বেলায় কেবল অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এসএসএফ সুবিধা দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সদস্যদেরকে এ সুবিধার আওতার বাইরে রাখা হচ্ছে এটি জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে।
কক্সবাজার জেলা বিএনপি এই নেতা চরম উদ্বেগ প্রকাশ করে বলেন, ১৯৮৩ সালে ফিলিপাইনের বিরোধী দলীয় নেতা সাবেক সিনেটর নিনয় অ্যাকুইনোকে বিমানবন্দর হত্যা করা হয়েছিল। তিনি দীর্ঘ সময় বিদেশে নির্বাসন থাকার পর দেশে ফেরার পথে এ হত্যাকাণ্ডের শিকার হন আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বছর লন্ডন অবস্থান করছে। দেশে আসার ঠিক মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছাড়া জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা এস এস এফ সুবিধা পাবেনা পরিবেশ উপদেষ্টার এমন বক্তব্যে জিয়া পরিবারকে ভাবিয়ে তুলেছে। তিনি দেশের এই মোমেন্ডে জিয়া পরিবারের সদস্যদের নিরাপত্তায় এসএসএফ দেওয়ার দাবি জানান।
এদিকে, বেগম জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর থেকেই এভারকেয়ার হাসপাতাল এলাকার নিরাপত্তায় নিয়োজিত আছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা।
এর আগে ২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিরাপত্তা দেয়া শুরু করে। অন্তর্বর্তী সরকার জানায়, বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়।

পাঠকের মতামত