প্রকাশিত: ০১/০৯/২০১৬ ৮:১০ এএম

ঢাকা: বিএনপির সদ্য ঘোষিত কমিটির পদ থেকে এবার পদত্যাগ করলেন আশিফা আশরাফি পাপিয়া। নতুন কমিটির সহ-মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক- দুটি থেকেই পদত্যাগ করেছেন তিনি।

মঙ্গলবার গুলশান কার্যালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি আরটিএনএনকে বলেন, তার (পাপিয়ার) মোবাইল ফোনটি বন্ধ থাকায় বিষয়টি আমি পুরোপুরি কনফার্ম করতে পারছি না। তবে যা শুনেছি তাতে ঘটনা সত্য।

এদিকে আশিফা আশরাফি পাপিয়ার দুটি মোবাইল নম্বরেই বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। মোবাইল নম্বর দুটিই বন্ধ পাওয়া গেছে।

এছাড়া পাপিয়ার স্বামী বিএনপির যুগ্মমহাসচিব হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যানি।

অন্যদিকে ‘এক নেতার এক পদ’ নীতি মেনে নিজের পছন্দের পদটি রেখে অন্য পদ ছেড়ে দিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

জানা গেছে, নতুন কমিটির স্ব-নির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করে মহিলা দলের সাধারণ সম্পাদকের পদটি রেখেছেন শিরিন সুলতানা। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

পাঠকের মতামত

সীমান্তে পিঠ দেখাবেন না, অর্পিত দায়িত্ব পালন করুন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ ...

আরও ৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশে আট হাজারের মতো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। মিয়ানমার থেকে ...