প্রকাশিত: ০১/০৯/২০১৬ ৮:১০ এএম

ঢাকা: বিএনপির সদ্য ঘোষিত কমিটির পদ থেকে এবার পদত্যাগ করলেন আশিফা আশরাফি পাপিয়া। নতুন কমিটির সহ-মানবাধিকার সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক- দুটি থেকেই পদত্যাগ করেছেন তিনি।

মঙ্গলবার গুলশান কার্যালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। তিনি আরটিএনএনকে বলেন, তার (পাপিয়ার) মোবাইল ফোনটি বন্ধ থাকায় বিষয়টি আমি পুরোপুরি কনফার্ম করতে পারছি না। তবে যা শুনেছি তাতে ঘটনা সত্য।

এদিকে আশিফা আশরাফি পাপিয়ার দুটি মোবাইল নম্বরেই বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। মোবাইল নম্বর দুটিই বন্ধ পাওয়া গেছে।

এছাড়া পাপিয়ার স্বামী বিএনপির যুগ্মমহাসচিব হারুন অর রশীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যানি।

অন্যদিকে ‘এক নেতার এক পদ’ নীতি মেনে নিজের পছন্দের পদটি রেখে অন্য পদ ছেড়ে দিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।

জানা গেছে, নতুন কমিটির স্ব-নির্ভর বিষয়ক পদ থেকে পদত্যাগ করে মহিলা দলের সাধারণ সম্পাদকের পদটি রেখেছেন শিরিন সুলতানা। এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

পাঠকের মতামত

জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকট সম্পর্কিত প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদ মালয়েশিয়া ও ফিনল্যান্ডের পৃষ্ঠপোষকতায় মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ...

৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ...

জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী : সেনাপ্রধান

জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সম্মানে আয়োজিত ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...