প্রকাশিত: ১০/০৭/২০১৮ ৮:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৬ এএম

 

ডেস্ক রিপোর্টঃনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি এনজিও’র নামে অর্থ আত্মসাতের অভিযোগে তিন প্রতারককে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে উপজেলার ভোলাব ইউনিয়নের কেরাবো এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাব ফাঁড়ির উপ-পরিদশক সাব্বির আহমেদ।

আটককৃতরা হচ্ছে গোপালগঞ্জের মোকসেদপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে জামান, রব শেখের ছেলে হাসান ও খুলনার দৌলতপুর এলাকার আফসার কাজীর ছেলে আজিজ।

গ্রাহক ও এলাকাবাসী জানান, কয়েক মাস ধরে প্রতারক জামান, হাসান ও আজিজসহ কয়েকজন মিলে কেরাবো এলাকায় ফেয়ার নামে একটি এনজিও’র নামে প্রতারণা করে আসছে। এলাকার সহজ সরল মানুষকে সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে আসছিল তারা। ঋণ দেওয়ার আগে শতাধিক মানুষের কাছ থেকে ১০ হাজার ২০০ টাকা করে হাতিয়ে নেয়। পরে আর ঋণ না দিয়ে নানা টালবাহানা করতে থাকে। গ্রাহকের কাছ থেকে অগ্রিম ১০ হাজার ২০০ টাকা নিয়ে প্রতারকরা অফিস তালাবদ্ধ করে গা ঢাকা দেয়।

সোমবার দুপুরে প্রতারকরা অফিসে গেলে স্থানীয় লোকজন জামান, হাসান ও আজিজকে আটক করে পুলিশে সোপর্দ করে। ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির আহাম্মেদ জানান, প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...

প্রেমিক জুটি আটক, গরিবের মেয়ে বলে মেনে নিতে নারাজ ছেলে পক্ষ

টেকনাফের হ্নীলা উলুচামরী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রেমিক-প্রেমিকাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে প্রেমিকা গরিব ...

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগউখিয়ায় অনিয়ম নিয়ে কথা বলায় চাকরি হারালেন এনজিও কর্মী

উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত বিভিন্ন উন্নয়ন সংস্থায় স্থানীয় মাঠকর্মীদের দেদারসে ছাঁটাইয়ের মিশন চলছে সম্প্রতি ...