প্রতিশ্রুতি নয়, বাস্তব সমাধান চান রোহিঙ্গারা
আগামী ৩০ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের ...
শহিদুল ইসলাম, উখিয়া ::
ককসবাজার-টেকনাফ মেরিন ড্রাই্ভ সড়কে বাই্ল্যাখালী এ্লাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ই্য়াবা সহ এ্কজন কে আটক করেন। এসময় এ্কটি মিনি বাস আটক করা হয়। ই্য়াবা ও মিনি বাসের মূল্য ১৭লাখ টাকা বলে ডিবি ওসি অংশা থোয়াই জানিয়েছেন । বুধবার সাড়ে ৭টার দিকেু উখিয়া থানায় নিয়ে আসা হয়েছে বলে থানার ওসি আবুল খায়ের জানিয়েছেন। ডিবি পুলিশের উপ পর্রিদশক ফারুখ বলেন বুধবার দুপুর দেড় টায় বাইল্যাখালী এলাকায় এ্কটি মিনি বাস তল্।লাশী চালিয়ে ইয়াবা সহ এ্ক যুবক আটক করেন। আটককৃত যুবক টেকনাফের মো: হোসেনের ছেলে মো: নেওয়াজ।
পাঠকের মতামত