প্রকাশিত: ২০/১২/২০১৬ ৭:৫৫ এএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের উখিয়ার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে আসা অনুপ্রবেশকারী রোহিঙ্গারা কুতুপালং বস্তিতে আশ্রয় নিলেও এদের থাকা খাওয়া সুনির্দিষ্ট কোন অবস্থান ছিল না বিধায় তারা ছোট ছোট ছেলে মেয়ে রাত যাপনের জন্য অন্যান্য ঝুঁপড়ির মত প্রায় ২৮ টি নতুন করে ঝুঁপড়িঘর নির্মাণ করে বনভূমির জায়গার উপর।

সোমবার উখিয়া বনবিভাগ সকাল ১০ টার দিকে কুতুপালং বস্তির পাহাড়ে অভিযান চালিয়ে এসব ঝুঁপড়িঘর উচ্ছেদ করে দেয়।

উখিয়া সদর বনবিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অনুপ্রবেশকারী রোহিঙ্গারা বনভূমির শ্রেণি পরিবর্তন করে ঝুঁপড়িঘর নির্মাণ করছিল। এসব ঝুঁপড়ি উচ্ছেদ করা না হলে ভবিষ্যতে এলাকায় বাগান সৃজনের জন্য যেসব বনভূমি সুরক্ষিত রাখা হয়েছে ওইসব বনভূমি বেদখল হয়ে যাবে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগীয় কর্মকর্তা মোঃ আলি কবিরের নির্দেশে রোহিঙ্গাদের তৈরি করা এসব ঝুঁপড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে।

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...