প্রকাশিত: ০৯/০৩/২০১৭ ৮:৫২ এএম

উখিয়া নিউজ ডটকম::
রাত পোহালেই মদ, গাঁজাসেবী ও বখাটেদের অভয়াশ্রমে পরিণত হয়। আকাশে মেঘ জমলে বৃষ্টির পানিতে ভিজে যায় ওষুধপত্র। উখিয়া উপস্বাস্থ্য কেন্দ্রটিতে ৪টি পদ থাকলেও কর্মচারী না থাকায় কর্তব্যরত চিকিৎসককে যাবতীয় দায়িত্বপালন করতে হয়। আসবাবপত্র না থাকায় রোগীদের দাঁড়িয়ে থেকে চিকিৎসা নিতে হয়। বুধবার সকালে উপস্বাস্থ্য কেন্দ্র ঘুরে এমনটি চিত্র দেখা গেছে।

উপস্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করতে চোখে পড়ল এখানে ময়লা আবর্জনা ফেলা নিষেধ লিখা একটি সাইনবোর্ড। অথচ সাইনবোর্ডের নিচে দেখা গেল আবর্জনার স্তুপ। স্থানীয় ব্যবসায়ী সাকের আলী জানায়, হাসপাতাল এলাকায় ময়লা আর্বজনা না ফেলার জন্য ব্যবসায়ীদের বারংবার সর্তক করার শর্তেও তারা মানছে না। উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে দেখা যায় বারান্দায় রাখা হয়েছে মুরগির খাঁচা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ময়লা আর্বজনা। এসময় স্থানীয় রোগী শামশুল আলম জানায়, স্টেশনের যাবতীয় ব্যবসায়ী ও পথচারী এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্বাস্থ্য কেন্দ্রের ঝোপঝাড়ের আড়াঁলে মলমূত্র ত্যাগ করে।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, সদর এলাকায় প্রতিষ্ঠিত এ উপস্বাস্থ্য কেন্দ্রটি গরীব রোগীদের জন্য অতিজন গুরুত্বপূর্ণ। তাই হাসপাতালটিকে বাউন্ডারি ওয়াল দিয়ে সংরক্ষণ করা উচিত। তিনি বলেন, রাত নামলে হাসপাতাল বারান্দায় মদ, গাঁজা সেবী ও বখাটেদের বৈঠক খানায় পরিণত হয়।

হাসপাতালের উপ-সহকারি মেডিকেল অফিসার মাহামুদুল হাসান জানায়, এ উপ-স্বাস্থ্য কেন্দ্রে আকাশে মেঘ উঠলে ভিতরে বৃষ্টি পড়ে। ওষুধপত্র নষ্ট হয়ে যায়। নাইট গার্ড, এম এল এস এস সহ ৪টি পদ খালি থাকায় তাকে একাই সব কাজ সারতে হচ্ছে। তিনি বলেন, দৈনিক গড়ে ৭০/৭৫ জন রোগী দেখার পরও অতিরিক্ত দায়িত্ব পালণ করতে হচ্ছে।

এব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন জানান, উপস্বাস্থ্য কেন্দ্রের বাউন্ডারী ওয়াল নির্মাণের জন্য একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। বরাদ্ধ আসলে কাজ শুরু করা হবে।

পাঠকের মতামত

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...

রোহিঙ্গা সংকটে মানবপাচার রোধে একসঙ্গে কাজ করবে আইওএম ও এইচসিআই

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং কানাডার প্রাচীনতম মুসলিম ত্রাণ সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই) ও ...

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

উখিয়া অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ...

রোহিঙ্গা নারীকে নাগরিকত্ব সনদ দেওয়ায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরখাস্ত

এক রোহিঙ্গা নারীকে অবৈধভাবে নাগরিকত্ব সনদ দেওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ...