এক যুগেও শেষ হয়নি রামু বৌদ্ধ মন্দির হামলার বিচার
কক্সবাজারের রামু, উখিয়া এবং টেকনাফে বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লিতে হামলা, ভাঙচুর, লুটপাট আর অগ্নিসংযোগের ...
শ.ম.গফুর, উখিয়া ::
কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক রূপালী সৈকতের উখিয়া প্রতিনিধি ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণের নিজস্ব সংবাদদাতা কায়সার হামিদ মানিককে একদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে তার আবস্থা আশংখাজনক কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে সে কর্মস্থল ত্যাগ করে বাড়ি যাওয়ার পথে সন্ত্রাসীরা উখিয়া সদর ষ্টেশনের কেন্দ্রীয় মসজিদের পার্শ্বে এ হামলা তার পারিবারিক সূত্রে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় কর্মরত সাংবাদিকরা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং সন্ত্রাসীদের গ্রেফতারের পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন।
পাঠকের মতামত