প্রকাশিত: ০৬/০৪/২০১৭ ১০:০৭ এএম
ফাইল ছবি

শহিদুল ইসলাম, উখিয়া ::
৩৪ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের আওতাধীন উখিয়া ক্যাম্পের বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে বিপুল পরিমান বার্মিজ সিগারেট সহ শীষ পাচারকারী হারুন অর রশিদ নামের ্এক যুবক কে আটক করেছে । এসময় তার কাছ থেকে ৯হজার ৫শ পিস বার্মিজ সিগারেট, একটি মোবাইল সেট, একটি ঘড়ি উদ্ধার করে। চোরাই পন্য বহনের দায়ে পিক আপ গাড়ী টি আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১২লাখ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
ঊুধবার সকালে ককসবাজার-টেকনাফ সড়কের পাতাবাড়ী নামক এ্লাকায় ককসবাজারগামী পিকআপ গাড়ী তল্লাশী চালিয়ে বিপুল পরিমান চোরাই পন্য সহ হারুন অর-রশিদ নামের এক যুবক কে আটক করা হয় । আটককৃত যুবক উখিয়া সদও রাজাপালং ইউনিয়নের মালভিটা পাড়া গ্রামের মো :কালুর ছেলে । আটককৃত যুবক কে রাত ৮টার দিকে উখিয়া থানায় পাঠানো হয়েছে বলে বিজিবি জানিয়েছেন।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...