প্রকাশিত: ২৪/০৬/২০১৬ ১১:৪৬ এএম

Picture1~1মাহমুদুল হক বাবুল, উখিয়া ::

কক্সবাজারের উখিয়ায় সড়ক দূর্ঘটনায় রিক্সা চালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৭ টার দিকে এ দূর্ঘটনার ঘটনাটি ঘটেছে। জানা গেছে, শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের বটতলী কোনার পাড়া নামক এলাকার মৃত সোনা মিয়ার ছেলে রিক্সা চালক ছৈয়দ আলম (৩৫) উখিয়া সদর ষ্টেশন থেকে বটতলী যাওয়ার পথে উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এলাকায় পৌছলে চট্রগ্রাম থেকে কংকর বর্তী ট্রাকটি দ্রুত এসে রিক্সা গাড়ীতে ছাপা দিলে ঘটনাস্থলেই চালক ছৈয়দ আলম প্রকাশ বাশি নিহত হয় বলে  জানা যায়। এ সময় পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে ঢাকা মেট্রো- ট ১১-৭৩৪২ ট্রাকের ঘাতক চালক চট্রগ্রাম জেলার মিরহাট এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ তহিদ (৪০) কে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উখিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এলাকায় রাস্তার পার্শ্বে সী লাইন পার্কিংয়ের কারনে রুডক্রসিং করতে না পারায় এ দূর্ঘটনার ঘটনাটি ঘটেছে বলে দাবী করেন স্থানীয়রা। দূর্ঘটনার ৩ ঘন্টা পর থানার পুলিশের উপ- পরিদর্শক খাজা মোঃ মাঈন উদ্দিন সকাল ১০ টায় ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করবে নাকি ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠাবে জানার জন্য মুঠফোনে বার বার চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত

বদি যদি আমাকে সন্তান হিসেবে মেনে নেন, তাহলে মনোনয়ন প্রত্যাহার করবো

কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ...