প্রকাশিত: ২১/১০/২০১৬ ৯:০৪ পিএম , আপডেট: ২১/১০/২০১৬ ৯:০৪ পিএম

কায়সার হামিদ মানিক, উখিয়া::

কক্সবাজারের উখিয়া দারোগা বাজারে মাছ ব্যবসায়ী মোঃ আলমগীর কতিপয় সাংবাদিককে চাঁদা না দেওয়ায় মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ মাছ ব্যবসায়ী মোঃ আলমগীর (২৫) উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, গত ১৮ অক্টোবর রাতে কতিপয় সাংবাদিক কফিল উদ্দিন আনু ও নাজিম উদ্দিন, টুনু, সাহাব উদ্দিন, রুবেল, টিটু তার নিকট থেকে চাঁদা চাইতে গেলে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় গত ১৮ ই অক্টোবর রাত ১১ টার দিকে মাছ বাজারে চাঁদা দাবী করতে চাইলে চাঁদা দিতে অস্বীকার করায় লাঠি, লোহার রড দিয়া এলোপাতাড়ী মারধর করে গুরুত আহত করে। ঐ সময় ভাইকে বাঁচাতে আসলে রাজা উদ্দিন (১৭) কেও মারধর করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করান। মামলার বাদী আলমগীর এ প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবী করে আসছিল। চাদা না দেওয়ায় আমাকে ও আমার ভাইকে পরিকল্পিত ভাবে মারধর পূর্বক আমার পকেটে থাকা ব্যবসার নগদ ২২ হাজার ৮শ টাকা ও ১টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এ ব্যাপারে মোঃ আলমগীর গত ১৯ অক্টোবর বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। থানার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মাঈন উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় কোনো দেশে পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর ...