প্রকাশিত: ০৯/০৪/২০১৮ ৭:৪৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৬ এএম

ফারুক আহমদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ায় গোয়ল ঘরে বনাজী সালসা তৈরির কারখানা সন্ধান পাওয়া গেছে। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম রাজা পালং ইউনিয়নের পাতাবাড়ী শৈলরঢেবা এক পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে গাছ-গাছালী ও লতা-পাতা দিয়ে জঙ্গলী সালসা তৈরি কারখানার আবিস্কার করেছেন। তিনি এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, গরুর গোয়াল ঘরে এধরনের সালসা তৈরির নি¤œমানের উপাদান ও বোতল জাত করণ দেখে তিনি থ বনে যান।

খোজ খবর নিয়ে জানা যায়, উখিয়ার বিভিন্ন পল্লীতে গড়ে উঠেছে বিভিন্ন রোগের মহাঔষধ বনাজী সালসা তৈরির কারখানা ও বিপনন কেন্দ্র। অবৈধ ভাবে গড়ে উঠা এ সব কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি কৃত সালসা মারাত্মক স্বাস্থ্য হানিকর বলে অভিমত প্রকাশ করেছেন উখিয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।

অভিযোগে প্রকাশ পাতাবাড়ী শৈলরঢেবা গ্রামে অতি সম্প্রতি চিং চং চাকমা নামক তথাকথিত এক কবিরাজ জঙ্গলী সালসা তৈরির কারখানা চালু করে। আলসার,ক্ষুধামন্দা,শরীর দুর্বল, বাত, একজিমা ইত্যাদি রোগের ্ঔষধ হিসাবে তিনি বিভিন্ন বাজারে এ সালসার বোতল বিক্রি করে আসছে। বিভিন্ন গাছের লতা-পাতা দিয়ে তার ইচ্ছামত সালসা তৈরি করলেও আসলে এটি সম্পূর্ন প্রতারণা।

এদিকে গোপন সংবাদের ভিতিত্তে গত শনিবার উপজেলা স্যানট্যারী ইন্সেপেক্টর নুরুল আলমের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের একটি দল পরিদর্শনে যান। একটি গোয়াল ঘরে অস্বাস্থ্যকর পরিবেশে জঙ্গলী সালসা তৈরীর কারখানা দেখে তিনি রীতিমত অবাক বনে যায়। তিনি সাংবাদিকদের বলেন, যে পরিবেশে গাছের লতা-পাতার রস দিয়ে সালসা গুলো তৈরি করা হচ্ছে তা সর্ম্পূন সেবন অনুপযোগী।

তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে দ্রুত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

পাঠকের মতামত

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন উখিয়ার ডাঃ এ.এইচ. সুমন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সদ্য প্রকাশিত প্রজ্ঞাপনে কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (অর্থো-পেডিক) ডাঃ ...

উপকূলের ম্যানগ্রোভে বিশ্বস্বীকৃতি—দ্য আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ জিতেছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ...

রোহিঙ্গার হাতে এনআইডি : নির্বাচন কর্মকর্তার সঙ্গে আসামি চসিকের কর্মচারীও

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শুলকবহর ওয়ার্ড কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে জন্ম নিবন্ধন এবং পরবর্তীতে এটি ব্যবহার ...