প্রকাশিত: ২৩/০৭/২০১৭ ৮:২০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২২ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
উখিয়ায় স্বরণকালের বন্যার পানি নেমে গিয়ে স্বাভাবিক অবস্থায় স্বস্তি ফিরে আসতে না আসতেই গতকাল দিনভর টানা বৃষ্টি হয়েছে। এমন বৃষ্টিতে জলজট ভয়াবহ হয়ে ওঠে। অশেষ ভোগান্তি পোহাতে হয়েছে উখিয়াবাসীকে। অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা কর্মস্থলে যেতে গতকাল বৃষ্টি মাথায় নিয়ে বের হয়েছে মানুষ। টানা বর্ষনে উখিয়ার অলিগলি তো বটেই দারোগা বাজার, রতœাপালং হাই স্কুল এলাকা,চৌধুরীপাড়া, হাজিরপাড়া, ফলিয়াপাড়া, ঘিলাতলিপাড়া, হলদিয়াপালং, উপকুলীয় এলাকা জালিয়াপালং, ও পালংখালী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা গতকালের বৃষ্টিতে কোমর সমান পানি। কক্সবাজার-টেকনাফ সড়কেও জমে ছিল হাটু পানি। জমে থাকা হাঁটু সমান জলে আটকে থাকতে দেখা গেছে যানবাহনকে। ধীর গতিতে যানবাহন চালনার পাশাপাশি পথ চলতে গিয়ে ভীষণ বিপদে পড়তে হয়েছে পথচারীদের। এর মাঝে ইঞ্জিনে পানি ঢুকে অনেক যানবাহনকে মাঝ রাস্তায় বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। উল্টে গেছে রিকশা ও অটোরিকশা। কোথাওবা জল-কাদা বাঁচিয়ে সাবধানে পথ চলতে গিয়ে জলমগ্ন সড়কে পড়ে গিয়ে লুটোপুটি খেয়েছেন পথচারীরা। এভাবে অসহনীয় একটি দিন পার করেছে উখিয়াবাসী। আনিসুল হক নামের এক স্কুল অভিবাবক জানান, বেলা বারোটার সময় ছেলেকে কেজি স্কুল থেকে আনতে গিয়ে প্রচন্ড বৃষ্টির কারণে ছুটির পরও এক ঘন্টা বৃষ্টির জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছে। এর পর একটু বৃষ্টি কম হলে বাড়ি যাওয়ার পথে উখিয়া সদর দারোগা বাজারের প্রবেশ মুখে হাটু পানিতে কাপড় ভিজিয়ে বাড়ি যেতে হয়েছে। উপকুলীয় এলাকায় স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট উচুঁ জোয়ারে প্লাবিত হয়েছে। এভাবে একটানা বৃষ্টি হতে থাকলে ফের বন্যার আশঙ্খা করছেন এখানকার ক্ষতিগ্রস্থ পরিবার।

পাঠকের মতামত

কক্সবাজারে প্রধান উপদেষ্টার সহকারি প্রেস সচিব বর্তমান সরকারের সমালোচনা করুন মন খুলে

‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে মন খুলে সমালোচনা করা যাবে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস নিজেই ...