প্রকাশিত: ১৪/০৬/২০১৬ ১০:১১ পিএম

ফারুক আহমদ, উখিয়া::
অন্তঃ সত্ত্বা নাজমা আক্তার (১৮) নামক নব এক গৃহবধুঁকে অমানষিক নির্যাতন করে গলায় ফাঁস লাগিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উখিয়া থানার পুলিশ অভিযান চালিয়ে নির্যাতিত গৃহবধূঁকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে। যৌতুকের টাকার জন্য পাষান্ড স্বামী আব্দুল মজিদ ও তার সহযোগিরা তুতুরবিল গ্রামে এ ন্যাক্কারজনক ঘটনাটি সংঘটিত করে বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

জানা যায়, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামের আব্দুল কাদেরের কন্যা নাজমা আক্তারের সাথে রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের আবুল কাশেমের পুত্র আব্দুল মজিদের মধ্যে সামাজিক ভাবে বিবাহ হয়। বর্তমানে নব গৃহবধুঁ ৯ মাসের অন্তঃসত্ত্বা। এদিকে বিবাহের পর থেকে যৌতুকের জন্য প্রতিনিয়ত স্ত্রীকে নির্যাতন ও মারধর করে আসছিল তার স্বামী। বাপের বাড়ী থেকে যৌতুকের ২ লক্ষ টাকা আনতে ব্যর্থ হওয়ায় ক্ষুদ্ধ হয়ে পাষন্ড স্বামী মজিদ গত ১১ জুন স্ত্রী নাজমাকে অমানষিক নির্যাতন চালায়। এক পর্যায়ে হাত পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে স্ত্রীকে হত্যার চেষ্টা চালায়। গৃহবধুঁর চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এসে এমন নির্মম ঘটনা দেখে মেয়ের পিতাকে খবর দেয়।

যৌতুকের জন্য মেয়ের উপর অমানষিক নির্যাতনের খবর পেয়ে পিতা আব্দুল কাদের উখিয়া থানায় গিয়ে অফিসার ইনচার্জ মো: হাবিবুর রহমানকে ঘটনাটি অবহিত করে। অফিসার ইনচার্জের নির্দেশে একদল পুলিশ ওই দিন সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে হাত পা বাঁধা অবস্থায় নব গৃহবধুঁ নাজমাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করায়। এসময় পুলিশের অভিযান টের পেয়ে পাষন্ড স্বামী মজিদ সহযোগি আব্দুল হক, আব্দুর রশিদ, ননদ সাবেকুনাহার শাশুড়ি গোলজার বেগম ও জামাতা হাছান পালিয়ে যাওয়ায় তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

পিতা আব্দুল কাদের জানান, মেয়ে নাজমার বিয়ের সময় প্রায় ৩ লক্ষ টাকার যৌতুক দেওয়া হয়েছিল। কিন্তু মাস যেতে না যেতে স্বামী, শাশুড়িসহ বাড়ীর অন্যান্য সদস্যরা আবারো যৌতুকের টাকা দাবী করে। যৌতুকের টাকা দিতে অনিহা প্রকাশ করায় আমার মেয়েকে অমানষিক নির্যাতনের পর হাত পা বেঁধে হত্যার চেষ্টা করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার  করলে আমার মেয়ের জীবন ফিরে পায়। এ ব্যাপারে পাষন্ড স্বামী মজিদ, ভাসুর আব্দুর রশিদ দেবর আব্দুল হক মোহাম্মদ আলম শাশুড়ি গোলজার বেগম, ননদ সাবেকুনাহার ও জামাতা হাসানের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

পাঠকের মতামত

তহবিল কমে যাওয়ায় নতুন সংকটের মুখে রোহিঙ্গা শরণার্থীরা: জাতিসংঘ

তহবিল কমে যাওয়ায় বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীরা এখন ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বলে গত মঙ্গলবার ...

পরিবার নিয়ে বান্দরবান যাওয়ার পথে সড়কে প্রাণ গেলো এসবি কর্মকর্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশের কালভার্টে ধাক্কা লেগে জাহিদ ইকবাল (৪৬) নামের ...

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন : ক্যাডার কম্পোজিশনের সুরক্ষাসহ নানা দাবি

ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ...

মালদ্বীপের আদলে সাজছে সেন্টমার্টিন, ঢল নামবে দেশি-বিদেশি পর্যটকের

আবদুল আজিজ, কক্সবাজার মহাপরিকল্পনার অংশ হিসেবে মালদ্বীপের আদলে সাজানো হচ্ছে কক্সবাজারের প্রতিটি পর্যটনকেন্দ্র মহাপরিকল্পনার অংশ ...

তিন লাখ রোহিঙ্গার হদিস নেই!

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির ছেড়ে পালাচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের চলাচল সীমিত করার জন্য প্রায় ...