প্রকাশিত: ২৫/০৫/২০১৬ ৩:১৭ পিএম

khaiবার্তা পরিবেশক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, কক্সবাজার জেলা শাখার নির্বাহী কমিটির সদস্য খাইরুল আলম আগামি ৪ জুন অনুষ্টিতব্য উখিয়া উপজেলার রত্না পালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া, আওয়ামী লীগের সাথে আঁতাত করে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র ও দলীয় নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতার অভিযোগে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না বুধবার (২৫ মে) দলের এই সিদ্ধান্ত অনুমোদন করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত ও জেলা বিএনপির ই-মেইল ঠিকানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলের এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

অনলাইনে পার্টটাইম চাকরির ফাঁদ

হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে অনলাইনে পার্টটাইম (খণ্ডকালীন) চাকরির টোপ দিচ্ছে একটি প্রতারকচক্র। তাদের লোভনীয় টোপে অনেকেই ...