শফিক আজাদ,উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুখ্যাত ডাকাত তোফায়েল আহমদ প্রকাশ তোফাইল্যা ডাকাতকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবীল গ্রামের বক্তাতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ডাকাত তোফাইল্যা একই এলাকার নজু মিয়ার ছেলে।
এদিকে স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার পাগলিরবীল গ্রামের বেলা কবিরের দোকান নামক স্থানে ঐ এলাকার গুরা মিয়ার ছেলে আনোয়ারের কাছে চাঁদা দাবী করে তোফায়েল। এরপর তোফায়েলের বিরুদ্ধে থানায় অভিযোগ করে আনোয়ার। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, আটককৃত তোফায়েলের বিরুদ্ধে এরআগেও একাধিক ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে।
পাঠকের মতামত