বিশ্ব ওজোন দিবস- ২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা বলেন, ‘সরকার বন রক্ষা করবে। কিন্তু পরিবেশ সুরক্ষায় কিছু বিষয় আছে, ব্যক্তির ইচ্ছার ওপর। আপনি কতক্ষণ এসি চালাবেন, ঘর কতটা পরিবেশ সম্মত করবেন, ভেন্টিলেশনের ব্যবস্থা রাখবেন কিনা– এগুলো ব্যক্তির কাজ বা দায়িত্ব। এ দায়িত্ব আমাদেরই নিতে হবে।’
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘ওজোন স্তরের ক্ষতি কমাতে উন্নত দেশগুলো সচেতনতা তৈরি ও কাজ করতে নিয়মিত আর্থিক সহায়তা দিলেও জলবায়ু ভারসাম্য রক্ষায় তেমন সাড়া দেয় না। কারণ ওজোন স্তরের ক্ষতির ফলে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে মনে করলেও জলবায়ু পরিবর্তনের ফলে তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে না বলেও মনে করে।’
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব নাভিদ শফিউল্লাহ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মহিউদ্দিন মাহী।
পাঠকের মতামত