ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/১১/২০২৩ ১০:১১ এএম

একাদশ জাতীয় সংসদের সাংবিধানিক বিরোধী দল জাতীয় পার্টি আসন্ন দ্বাদশ নির্বাচনে অংশ নিতে সারাদেশে নিজেদের ৩০০ প্রার্থী চূড়ান্ত করেছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীর তালিকা পড়ে শোনান দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

ভৌগোলিক গুরুত্ব সহ নানা কারণে আলোচিত সংসদীয় আসন উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) থেকে সাবেক রাষ্ট্রপতি এরশাদের দল কে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল আমিন সিকদার ভুট্টো।

এদিকে এর আগে গতকাল এই আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির সহধর্মিণী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তার, প্রায় পাঁচ বছর পর প্রায় সাড়ে তিন লাখ ভোটারের কাছে ভোট চাইতে ঘরে ঘরে যাবেন।

নির্বাচন প্রস্তুতি কেমন? জানতে চাওয়া হলে লাঙ্গলে মনোনয়ন পাওয়া ভুট্রো বলেন, ” জয়ের ব্যাপারে আশাবাদী হয়ে সর্বোচ্চ প্রস্তুতি রাখছি। উখিয়া-টেকনাফের জনগণ আমাকে ভালোবাসে।”.

নুরুল আমিন ভুটো আজ বিকেলে মনোনয়ন পত্র সংগ্রহ করলেও শাহীন আক্তার এখনো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান নি। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...