উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৪/১২/২০২৩ ২:২৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল শহীদদের প্রতি বিনম্র পুষ্পাঞ্জলি ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের নেতৃত্বে উখিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এ সময় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, মুক্তিযোদ্ধা মধুসূদন দে, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন , উপজেলার সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ হোসেন মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান সহ প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে শহীদ বুদ্ধি দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ।

আলোচনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান , উখিয়া থানার ওসি (তদন্ত) নাছির উদ্দীন মজুমদার, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী ও উখিয়া প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

সভায় বক্তরা বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করতে নৃশংস হত্যাকাণ্ডে মেতে উঠেছিল। সেই দিন হানাদান বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা শিক্ষক বিজ্ঞানী সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী ক্রীড়াবিদ চিত্রশিল্পী সহ সরকারি কর্মকর্তাদেরকে হত্যা করে।

বক্তারা দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বৃদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ লালন ও ধারণ করে স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা সভায়, সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা,জন প্রতিনিধ, শিক্ষক সাংবাদিক ইমাম সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাষ্টার মেধু বড়ুয়া।

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...