ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/১২/২০২৪ ৭:৩৩ পিএম

কক্সবাজারে মেরিন ড্রাইভে কাজ করার সময় মোটরসাইকেলের ধাক্কায় এক সার্ভেয়ার নিহত হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে উখিয়া উপজেলার সোনার পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ।

নিহত মো. সুজা মিয়া (৪০) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার মৃত মেহের উদ্দিন ওরফে সাহাব উদ্দিনের ছেলে। তিনি মেরিন ড্রাইভ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রামু উপজেলার হিমছড়ি এলাকাস্থ সেনাবাহিনীর ইসিবি ক্যাম্পের অধীনে একজন ভূমি পরিমাপক (সার্ভেয়ার) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে নুর মোহাম্মদ বলেন, সোমবার বেলা ১২টার দিকে মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার সোনার পাড়ায় অন্যদের সাথে সুজা মিয়া ভূমি পরিমাপের কাজ করছিলেন। এক পর্যায়ে কক্সবাজার দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এসময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুজা মিয়াকে মৃত ঘোষণা করেছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসআই নুর মোহাম্মদ জানান, মোটরসাইকেলের ধাক্কায় সুজা মিয়া কোমড়ে অণ্ডকোষ ও উরুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর হওয়ায় তার মৃত্যু হয়েছে। নিহতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...