ফারুক আহমদ, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৭/০৫/২০২৪ ৮:৪০ এএম

উখিয়ায় ভেজাল পণ্য ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী ক্রয় বিক্রয় ঠেকাতে মাঠে নেমেছেন কক্সবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর, কক্সবাজারের সরকারি পরিচালক হাসান আল মারুফের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার একটি টিম উপজেলার কুতুপালং বাজারে বিভিন্ন ফার্মেসি, মাংস দোকান ও মুদির দোকানে অভিযান পরিচালনা করে।
অভিযান কালে, মেয়াদ উর্ত্তীণ ঔষধ রাখা ও মূল্য তালিকা না দেয়ায় বিভিন্ন দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিভিন্ন খাদ্য সামগ্রী দোকান, মাংস দোকান ও ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে জরিমানার পাশাপাশি অনেক দোকানদারকে সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

কক্সবাজার শহর থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। আইনগত বিধি নিষেধ থাকায় উখিয়ার ...

উখিয়ায় নিখোঁজের ১৭ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং উত্তর সোনারপাড়া এলাকার রেজুখাল থেকে নিখোঁজ হওয়া স্কুলছাত্র শাহীন সরওয়ার ফরহাদের ...